রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় মানা হয়নি প্রকল্প বাস্তবায়ন সিডিউল প্রাণীসম্পদ কর্মকর্তা আবু হায়দার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বাগাতিপাড়ায় মানা হয়নি প্রকল্প বাস্তবায়ন সিডিউল প্রাণীসম্পদ কর্মকর্তা আবু হায়দার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ



নিউজ ডেস্ক:
নাটোরের বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরের ছাগল ও হাঁস-মুরগি পালনের ঘর নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ‘দেরি করলে টাকা ফেরত চলে যাবে সহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী খামারিদের কাছ থেকে স্বাক্ষর করা চেক নিয়ে নিজেই টাকা উত্তোলন করে খেয়াল-খুশি মত নি¤œমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা ভাবে কাজ সম্পূর্ণ করেছেন বলে অভিযোগ করেছেন খামারিরা।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর তথ্যমতে, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার খামারিদের নিয়ে প্রোডিউসার গ্রæপ (পিজি) নামে ৯টি উৎপাদনকারী দল তৈরি করা হয়। ২০২২-২৩ অর্থ বছরের এ প্রকল্পের একেকটি পিজিতে সদস্য ৪০ জন। পরে মাস কয়েক আগে দুটি গ্রæপের ৮০ জন খামারির প্রত্যেককে ২০ হাজার টাকা করে ১৬ লক্ষ টাকা বরাদ্দ দেয় প্রাণিসম্পদ অধিদপ্তর।

প্রকল্পটির শর্ত  অনুযায়ী, বরাদ্দকৃত টাকা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে খামারি নিজেই উত্তোলন করবেন এবং ছাগল ও হাঁস-মুরগির ঘর খামারিরা নিজেরা তৈরি করিয়ে নেবেন। বাড়তি খরচ হলে খামারিরা নিজেরা তা বহন করবেন। কিন্তু, খামারিদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের চেক সই করিয়ে নিয়ে যান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী। এতে খামারিরা অ্যাকাউন্টে টাকা এসেছে খুদে বার্তা পাওয়ার পরও টাকা তুলতে পারেননি। পরে খামারিদের বিভিন্ন ‘নিয়ম-অনিয়মের’ ভয়ভীতি দেখিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হায়দার নিজস্ব লোক এনে ‘ঠিকাদার’ বলে ছাগল ও হাঁস-মুরগির জন্য নি¤œমানের উপকরণ দিয়ে ঘর তৈরি শুরু করান।

এ সময় তিনি খামারিদের বলেন, ‘কোনো অভিযোগ করলে তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে।’ পরে খামারিদের নিয়ে ব্যাংকে গিয়ে নিজেই টাকা উত্তোলন করেন।

উপজেলার সদর ইউনিয়নের কুঠিবাঁশবাড়িয়া গ্রামের খামারি সদস্য রেখা বেগম বলেন, ‘প্রাণিসম্পদ কর্মকর্তা আমাদের বলেছেন, তারা ঘর নির্মাণ করলে কোনো প্রকার ত্রæটি হলে কর্তৃপক্ষ কোনো দায়দায়িত্ব নেবে না, সব টাকা দপ্তরকে ফেরত দিতে হবে। কর্তৃপক্ষ নির্মাণ করলে কোনো সমস্যা হবে না। আমাদের মোবাইলে ব্যাংকে টাকা ঢোকার মেসেজ এলেও আমরা টাকা তুলতে পারিনি। কারণ, আমাদের স্বাক্ষর করা চেক হায়দার স্যার জমা নিয়ে গিয়েছিলেন। এ ব্যাপারে কারও সঙ্গে মতবিনিময় করলে নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখিয়েছেন তিনি।

সদর ইউনিয়নের তমালতলা হরিরামপুরের খামারি (পিজি সদস্য) রাহেলা বেগম বলেন, ‘চেকগুলো হায়দার স্যার জমা নেন এবং বলেন, আপনারা স্বাক্ষর দেন, ঘর তৈরি শেষে আমরা টাকা তুলে নেব।’ কৃষ্ণপুর গ্রামের সোহেল রানা বলেন, তার এলাকার অধিকাংশ খামারির ঘর গুলোর খুটি ভেঙে যাচ্ছে নিচ থেকে। আর সিডিউলে বেশি খুটির কথা উল্লেখ থাকলেও তাদের প্রত্যেকটি ঘরে কম খুটির ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী বলেন, আমরা খামারিদের সাহায্য করছি। যেন তাদের ঘরগুলো সুন্দরভাবে তৈরি হয়। খামারি এবং ঠিকাদারের সঙ্গে সমন্বয় করে গাইডলাইন অনুযায়ী ঘর তৈরির পর ঠিকাদারকে টাকা বুঝিয়ে দেওয়া হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, প্রকল্পটির নিয়ম ছিল খামারিদের দিয়েই ঘরগুলো তৈরি করা। কিন্তু সময় অল্প থাকায় উপজেলা কর্মকর্তারা প্রকল্পটি নিতে চাচ্ছিলেন না। প্রকল্পটি না নিলে টাকাগুলো ফেরত যেত। তাই বৃহৎ স্বার্থে টাকাগুলো যেন ফেরত না যায় তাই ‘ওপরের নির্দেশে’ এই ঘরগুলো উপজেলা প্রাণিসম্পদ দপ্তরই করছে এবং জেলার সব উপজেলায় একইভাবে কাজ করা হচ্ছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …