রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জোরপূর্বক এক কৃষকের আধাপাকা ধান কাটার অভিযোগ

নাটোরে জোরপূর্বক এক কৃষকের আধাপাকা ধান কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জোরপূর্বক এক কৃষকের ১০ শতাংশ জমির আধাপাকা আমন ধান কাটার অভিযোগ উঠেছে। শনিবার সকালে সদর উপজেলার দবিরমোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা চলে যায়।

কৃষক অক্কাস আলী জানান, তার নিজস্ব দেড় বিঘা জমিতে আমন ধান রোপন করেন। আধাপাকা অবস্থায় সকালে একই এলাকার আনছার আলী ও তার সহযোগীরা জোড়পূর্বক ধান কাটা শুরু করে। পরে তিনি জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সবাই চলে যায়। এরই মাঝে পুরো জমির ধান কেটে ফেলে তারা।
তবে আনছার আলী বলেন, এটা তার মায়ের সম্পত্তি । তারা ধান রোপন করেছে। ধান কাটতে গিয়ে বাধার মুখে পরেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, কেটে ফেলা ধান উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য ফজর আলীর জিম্মায় রেখে দিয়েছেন। উভয়পক্ষকে জমির কাগজ আনতে বলা হয়েছে। উভয়পক্ষের কাছে বিষয়টি শুনে তার সুষ্ঠু সমাধান করা হবে। আপাতত সংঘাত এড়াতে উভয়পক্ষকে জমিতে যেতে বারন করা হয়েছে।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …