রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গাঁজাসহ দুই নারী আটক

নাটোরে গাঁজাসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে গাঁজাসহ স্বপ্না বেগম(২০) এবং রুমা (৩৮)বেগম নামের দুই নারীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ ২৫ নভেম্বর শনিবার বিকেল পৌনে তিনটার দিকে নাটোর শহরের বড়ভিটা এলাকা থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ ওই দুই নারীকে আটক করে তারা।

নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আজ ২৫ নভেম্বর শনিবার বিকেল পৌনে তিনটার দিকে নাটোর শহরের বড়ভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে সাড়ে পাঁচ কেজি শুকনা গাঁজাসহ স্বপ্না বেগম এবং রুমা বেগমকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …