রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে এক নারীর মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে এক নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,লালপুর:

নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বিথী (২৬) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বরমহাটি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। সে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে কাজ করতেন। শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩) সকালে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি নামক স্থানে মজিবর রহমানের আম বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, আজ ২৪ নভেম্বর সকালে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর পৌরসভার মধুবাড়ি নামক স্থানে মজিবর রহমানের আম বাগান একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। তিনি জানান,রাতের কোনো এক সময় ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি । রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা আসলে তদন্ত শেষে ওই নারীর হত্যার কারণ জানা যাবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …