রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত

নাটোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ ২২ নভেম্বর বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে পার্বতীপুর থেকে ঢাকা গামী মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জিয়া উদ্দিন জানান, আজ ২২ নভেম্বর বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে আব্দুলপুর থেকে ঢাকা গামী একটি মালবাহী ট্রেন আব্দুলপুর জংশন অতিক্রম করছিল।

অতিক্রম করার সময় সেখানে দুটি বগি লাইনচ্যুত হয়। অপর একটি বগি উল্টে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চল এবং ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী জংশনে খবর দেয়া হয়েছে। তিনি আরো জানান,উদ্ধারকারী ট্রেন আসার পরে যত দ্রুত সম্ভব বগি দুটি উদ্ধার করে সকল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …