রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-৩ (সিংড়া) আসন আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন প্রতিমন্ত্রী পলক

নাটোর-৩ (সিংড়া) আসন আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন নাটোর জেলা আ.লীগের সহ-সভাপতি, বর্তমান সাংসদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমদে পলক।

সোমবার (২০ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নৌকার মনোনয়ন ফরম জমা দেন তিনি।

প্রতিমন্ত্রী পলক নাটোর-৩ সিংড়া আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য ও দুইবার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা আ.লীগের সহ-সভাপতি হওয়ার আগে তিনি সিংড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ভিপি ছিলেন, পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন পলক।

পলক ছাড়াও ফরম জমা দিয়েছেন জেলা আ.লীগের সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক শামসুল ইসলাম, সিংড়া উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য সরফরাজ নেওয়াজ বাবু এবং উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলু।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …