নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা দুই দিনের হরতাল নাটোরে চলছে। আজ রবিবার সকাল থেকে বাস টার্মিনালগুলো থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যেতে দেখা যায়নি। আন্তঃজেলা পরিবহণও ছিল অনেক কম। ছোট ছোট যানবাহনে চেপে গন্তব্যে যাচ্ছেন কর্মজীবিরা।
দোকান পাট ব্যাবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে অধিকাংশ। এদিকে হরতাল শুরুর আগেই মধ্যেরাতে শহরের ভবানীগঞ্জ মোড়ে দাঁড়িয়ে থাকা মুক্তিসেনা পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ সময়ের মধ্যে বাসের ভিতরে অংশ পুড়ে যায়। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে ।