রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আবারো নাটোরে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কুপিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

আবারো নাটোরে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কুপিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে আবারো সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে মাওলানা সাইদুল ইসলাম নামের একজনকে পিটিয়ে জখম করে ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার মাঝদিঘা গ্রামে এই ঘটনা ঘটে। আহত মাওলানা সাইদুল ইসলাম উপজেলার মাঝদিঘা পূর্বপাড়া গ্ৰামের আব্দুর রহমান জিনাতের ছেলে এবং মাঝদিঘা নুরানী হফেজি মাদ্রাসার অধ্যক্ষ। মাওলানা সাইদুল ইসলাম জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে তিনি মাঝদিঘা নুরানী হফেজি মাদ্রাসায় পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন।

এ সময় পাঁচজন লোক তাকে কলার ধরে টেনে হিঁচড়ে সাদা মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তাকে পিটিয়ে বাম হাত ভেঙে দেয়। পরে আড়াই কিলোমিটার দূরে চিকুর মোড় এলাকায় তাকে ফেলে দিয়ে চলে যায়। তিনি আরো জানান, ফেলে দেয়ার পর তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এর আগে বিএনপি ও জামাতের তিন নেতাকে একইভাবে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …