রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে আওয়ামীলীগের দুটি গ্রুপ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে আওয়ামীলীগের দুটি গ্রুপ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুসারে নাটোরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের দুটি গ্রুপ।

আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন থেকে তার নেতৃত্বে অনুসারীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও তার বাসভবনে গিয়ে শেষ হয়। এর পরপরই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় কান্দিভিটা থেকে অপর একটি মিছিল বের হয়।

জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু প্রমূখ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …