শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে অবরোধবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

নন্দীগ্রামে অবরোধবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজারো মোটরসাইকেল নিয়ে বিএনপি-জামায়াতের অবরোধবিরোধী, উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এ শোভাযাত্রা আয়োজন করেন।

রবিবার (১২ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বর থেকে এ শোভাযাত্রা বের হয়। দলীয় নেতাকর্মীরা হাজারো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর, রণবাঘা, কাথম, কুন্দারহাটসহ বিভিন্ন স্থানে গিয়ে অবরোধবিরোধী, উন্নয়ন ও শান্তি সমাবেশে করেছে। শোভাযাত্রাটি প্রায় ৬০ কিলোমিটার সড়ক ঘুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ গেটে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা সরফুল হক উজ্জ্বল, স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, আনন্দ কুমার, ফিরোজ কামাল ফারুক, আব্দুর রাজ্জাক, শাহিরুল ইসলাম, সানোয়ার হোসেন মিলন, সুজন প্রামাণিক, কালিপদ রায়, মোজাম্মেল হক, মখলেছুর রহমান মিন্টু, গোলাম মোস্তফা গামা, নিকুঞ্জ চন্দ্র, জুলফিকার আলী, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তুহিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শুভ আহমেদ, ছাত্রলীগ নেতা আল-নোমান নাদিম, আবু তৌহিদ রাজিব, আল-জাহিদ ও আবু রায়হান প্রমুখ। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …