শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় মেয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নলডাঙ্গায় মেয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ,নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় মেয়ে শিশু শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা অর্জন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১ টার দিকে আন্তজাতিক সংস্থা রুম টু রিড আয়োজনে উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজ হল রুমে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নলডাঙ্গা উপজেলা মাধ্যামক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।কর্মশালায় পেশাগত দক্ষতা উন্নয়নে নিজের অভিজ্ঞা বিষয়ে বর্ননা করেন,উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস, বক্তব্য রাখেন,আন্তজাতিক সংস্থা রুম টু রিডের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন,সংস্থার সিনিয়ার প্রোগাম অফিসার বাসন্ত লতা দাস,সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর আলম প্রমুখ।এসময় পাটুল হাফানিয়া স্কুল এন্ড কলেজ,নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০৫ জন মেয়ে শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আয়োজকরা বলেন,আন্তজাতিক সংস্থা রুম টু রিড মেয়ে শিশু শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।সরকারী বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পৃক্ততা নিশ্চিতকরণ বিষয়ে পরিকল্পনা ও পদক্ষেপ বিষয়ে আলোচনা করা হয়।সরকারী নারী কৃষি কর্মকর্তার অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে মতবিনিময় করা হয়।


উল্লেখ্য আন্তাজাতিক সংস্থা রুম টু রিড বাংলাদেশ ২০১৪ সাল থেকে নাটোর ও নলডঙ্গা উপজেলায় শিক্ষা সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে আসছে।যার মাধ্যমে প্রতিটি মেয়ে শিশু শিক্ষার্থীরা যাতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে জীবন দক্ষতা শিক্ষার মাধ্যমে কার্যকরী সিদ্ধান্ত গ্রহন করে নিজেদের আত্মনির্ভরশীল হতে সক্ষম হয় সেই সহযোগিতা দিয়ে আসছে আন্তাজাতিক সংস্থা রুম টু রিড।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …