রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ৫০ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ৫০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক ,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে জামতলা এলাকায় ফুল দিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, ঝিলিম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর হাসান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ অন্যান্যরা। 

অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদানকারীরা বলেন, একদিকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অন্যদিকে বিএনপির জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচির বিরোধীতা করেই তারা আওয়ামী লীগে যোগদান করেছেন। এছাড়াও বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোন শৃঙ্খলা নেই। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না। 

সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন- দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছেন। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চান না।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …