রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক ,চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষ বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধুর চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুদ্দিন বাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কামাল ইব্রাহীম রতনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপিসহ অন্যান্যে দলের ডাকা অবরোধ হরতালের মতো কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জে কোনো প্রভাব পড়েনি। বিগত দিনেও রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে ছিল। যেকোনো ধরনের ঘটনা মোকাবিলা করতে এখন প্রস্তুত আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে বিএনপি-জামায়াতসহ অন্যান্যে দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন জামায়াত বিএনপির কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে অবরোধ। তবে ঢাকাসহ দুরপাল্লার সব ধরণের যানবহন চলাচল বন্ধ থাকলেও আন্তঃজেলা রুটে ছোট ছোট যানবাহন গুলো অবাধে চলাচল করছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …