রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ছাত্রলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

নন্দীগ্রামে ছাত্রলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক ,নন্দীগ্রাম (বগুড়া) :

বিএনপি-জামায়াতের দেশবিরোধী আন্দোলনের নামে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অবৈধ অবরোধের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে পৌর ছাত্রলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে পৌর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-জাহিদের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। 

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, শামীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আল-নোমান নাদিম ও আবু তৌহিদ রাজিব প্রমুখ। 

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …