বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ১৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিংড়ায় ১৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া :
চাল-ডাল, তেল,গ্যাস ও পল্লী বিদ্যুতের বিল কমানোসহ কৃষকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখা।

রবিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় এ উপলক্ষ্যে উপজেলা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি  পৌর শহরের গুরুত্বর্পূণ মোড় প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আজহারুল ইসলাম, কৃষক আবু মিয়া, আজাদ আলী শেখ প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর শহরের সরকারপাড়া …