নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নাটোরে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী বিএনপির ডাকা দুইদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। রোববার (০৫ নভেম্বর) সকাল সোয়া ৬ টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের একডালা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা ভিপি তুষার , স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল রনি ,জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম । এ সময় তারা সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …