রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে হাতে নাতে ধরে চার্জার ভ্যান চোর চক্রের ২ যুবককে গণধোলাই,পুলিশে সোপর্দ

লালপুরে হাতে নাতে ধরে চার্জার ভ্যান চোর চক্রের ২ যুবককে গণধোলাই,পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক,লালপুর:

নাটোরের লালপুরে ভ্যান চুরি করে পালানোর সময় ২ যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার(৪ঠা নভেম্বর-২৩)রাত পৌনে ৮টার দিকে লালপুরের ত্রিমোহনীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন,রামকৃষ্ণপুর গ্রামের আকরাম মন্ডলের ছেলে সজিব(২৪) ও কৃষ্ণরামপুর গ্রামের জমশেদের ছেলে জাফর(২৬)।

স্থানীয়রা জানান,লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মোহাইমিনুল ইসলাম(পাকা)নামের এক ব্যাক্তি তার চার্জার ভ্যানটি(প্রীতি সিনেমা)হল মার্কেট মোড়ে রেখে প্রয়োজনীয় কাজে যায় এবং ফিরে এসে ভ্যানটি না পেলে তৎক্ষনাৎ স্থানীয়রা সহ খোঁজ-খুঁজির এক পর্যায়ে চুরি করে পালানোর সময় ত্রিমোহনীতে হাতে নাতে ধরা পড়েন তারা।

এ সময় ৩ জনের মধ্যে একজন পালিয়ে যান। বাকি দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তারা বর্তমানে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।চিকিৎসা শেষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …