রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / প্রেমের প্রলোভনে অর্থ আত্মসাৎ, স্কুল শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রেমের প্রলোভনে অর্থ আত্মসাৎ, স্কুল শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ার আলোচিত সেই স্কুল শিক্ষিকা রোকসানা পারভিন রুমা’র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের নির্দেশ দেন ইউএনও নীলুফা সরকার। জানা গেছে, গত ৬ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা ও যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভিন রুমা’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেজবাউজ্জামান মেজবার।

এরপর নানা অজুহাতে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় অভিযুুক্ত এই স্কুল শিক্ষিকা। এনিয়ে গত ২২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মেজবা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম জানান, দূত সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ করে রিপোর্ট জমা দেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার বলেন, স্কুল শিক্ষিকা রুমার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেলে উপজেলা প্রশাসন তার যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। উল্লেখ্য, ‘বাগাতিপাড়ায় স্কুল শিক্ষিকার প্রেমের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …