সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বিশেষ বরাদ্দের টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান

বিশেষ বরাদ্দের টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নেই এমন বিশেষ বরাদ্দের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের দুস্থ্য মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে আব্দুল লতিফ (৫০) নামের এক গ্রাম্য টাউট মাতব্বর ব্যক্তিকে দুমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল লতিফ হিলির বৈগাম এলাকার মৃত লালমিয়া শেখের ছেলে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের জমি আছে ঘর নেই এমন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের দুস্থ্য মানুষদের কাছ থেকে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি টাকা নিয়েছেন বলে অভিযোগ পাই। পরে সেই ব্যক্তিকে আটক করা হয়, এর পরে সেই ব্যক্তি টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং যে মহিলা টাকা দিয়েছে সেও বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …