সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় পিকেটিং করার সময় শিবির কর্মী গ্রেফতার

পুঠিয়ায় পিকেটিং করার সময় শিবির কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া (রাজশাহী) :
রাজশাহীর পুঠিয়ায় অবরোধে পিকেটিং করার সময় শিবির কর্মী আব্দুল কাদের (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল নয়টার দিকে পুঠিয়ার তারাপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। কাদের বেলপুকুর এলাকার লতিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে ও কেয়ারটেকার সরকারের দাবিতে ডাকা অবরোধ সফল করতে মঙ্গলবার সকালে পিকেটিং করে শিবির কর্মীরা। এসময় পুঠিয়া থানা পুলিশ শিবির কর্মী কাদেরকে গ্রেফতার করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে একজন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এদিকে মঙ্গলবার সকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা অবরোধ চলাকালে হেলমেট বাহিনী পুঠিয়ার বেলপুকুর ও ভড়ুয়াপাড়া এলাকায় দু’টি ট্রাক ভাংচুর করে বলেও পুলিশ জানায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …