নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
চলনবিলে প্লাস্টিক বর্জ্য পরিহার, জীববৈচিত্র্য ও জলাশয় রক্ষার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিলের বিভিন্ন স্থানে পথসভা ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। রোববার দিনব্যাপি চলনবিলের পেট্রোল বাংলা পয়েন্ট, তিসিখালী মাজার, বিলশা স্বর্ণ দ্বীপসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে পথসভা থেকে বিলে নৌ ভ্রমনকারীদের প্লাস্টিকের প্লেট ও গøাস পরিহারের আহবান জানানো হয়।
তিসিখালী মাজার এলাকায় অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি হাসান ইমাম। বক্তব্য রাখেন, প্রথম আলোর নাটোর প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ভূগোলের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, পরিবেশকর্মী ফজিলাতুননেছাসহ অন্যান্যরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ এক যুগ ধরে চলনবিলে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশকর্মীরা বিলের দুর্গম বিলে ছুটে চলেছেন। এখন পাখি ও প্রকৃতি বাঁচানোর আন্দোলনের পাশাপাশি প্লাস্টিক বর্জ্য পরিহার ও নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তারা কাজ শুরু করেছেন।