সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / কলা গাছের সাথে শত্রুতা

কলা গাছের সাথে শত্রুতা

নিজস্ব প্রতিবেদক ,বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় শত্রুতার জেরে ১শ ৫০ টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার সালাইনগর মাঠে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৬ অক্টোবর দুপুরে সালাইনগর বিলপাড়া গ্রামের ছইমুদ্দিনের ছেলে ডলারের বাগানে লাগানো ১শ ৫০ টি কলা গাছ কটে ফেলেছে প্রতিপক্ষরা।

এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই দিনই ডলার বাদি হয়ে প্রতিপক্ষ ৫ জনের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে কৃষক ডলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে প্রতিপক্ষদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি। বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন বলেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …