বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ভেজাল গুড়ের কারাখানায় অভিযান, জরিমানা

বাগাতিপাড়ায় ভেজাল গুড়ের কারাখানায় অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার এর ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৪২ মন ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয় ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ওই এলাকার ছাপান আলীর ছেলে মোনায়েম হোসেনের গুড়ের কারখানায় জরিমানা করা হয়। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সরকারি মুঠোফেনের নম্বরে একাধিকবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও দেখুন

সিংড়ায় ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা

 নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় এমবিবিএস ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় এক ব্যক্তিকে ১ লক্ষ …