সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র উদ্বোধন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) তিন কোটি পাঁচ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ করে। প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ফিতা কেটে উদ্বোধন করেন।এরপর ধারাবাড়িষা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন।


গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়র হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ মোল্লা, বড়াইগ্রাম উপজেলা অঅওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়র হোসেন দুলাল প্রমূখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …