সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-পলক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-পলক

নিজস্ব প্রতিবেদক ,সিংড়া:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। আমি মানুষ, ফেরেস্তা নয়, ভুল-ক্রুটি থাকতে পারে। উন্নয়ন ও সুশাসনের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিন।

শনিবার (২৮ অক্টোবর) সকালে সিংড়া উপজেলার কলম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধা ভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাবা, মা, ভাই এবং আত্মীয়-স্বজনদের হারিয়ে দেশের মানুষের সেবা করছেন। কেউ প্রতিবন্ধী, কেউ বৃদ্ধ, কারো স্বামী নেই, তাদের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ তো আগে ভাবেনি। তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী লাখো মানুষের ভাতার ব্যবস্থা করেছেন। আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতির একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা। যদি আমরা এ দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে আমাদের রাজনীতি করার কোনো স্বার্থকতা আসবে না। জনগণের সেবা, উন্নয়ন একজন রাজনীতির ব্যক্তির মূল লক্ষ্য।

পলক বলেন, গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনা যত কিলোমিটার পাকা রাস্তা, স্কুল-কলেজ, মাদরাসার বহুতল ভবন, যত পাকা ঘর নির্মাণ ও তরুণ-তরুণীর চাকরি দিয়েছেন, তা স্বাধীনতার ৫০ বছরেও দেশে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছিলেন বলে আজ আপনারা উন্নয়ন পাচ্ছেন। সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন।

পলক আরও বলেন, এমপি-মন্ত্রী হিসেবে আমার অনেক ভুল আছে। আমি মানুষ, ফেরেস্তা নই, আমার ভুল-ক্রুটি আছে। আমার ভুল কতখানি আর আমার এলাকার মানুষের সেবা কতখানি করেছি— এ দুইটা মিলে আপনারা সিদ্ধান্ত দেবেন। যদি আমার ভুলের চেয়ে আমার সেবা, সুশাসন এবং উন্নয়ন বেশি হয়, আপনারা আর একবার নৌকা মার্কায় ভোট দেবেন। যদি কম হয় আপনারা যে সিদ্ধান্ত দেবেন আমি মাথা পেতে নেবো।

কলম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মইনুল হক চুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …