সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-১ আসনের সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত ও মতবিনিময় সভা

নাটোর-১ আসনের সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

 নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সাবেক সাংসদ,নাটোর জেলার শ্রেষ্ঠ সন্তান,”৭১”এর লড়াঙ্গনের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা(মরণোত্তর একুশে পদক প্রাপ্ত)শহীদ জননেতা মমতাজ উদ্দিন-এর কবরে লালপুর বাগাতিপাড়া উপজেলার সকল নেতাকর্মী ও সূধীজনদের নিয়ে  শ্রদ্ধা নিবেদন,দোয়া- মোনাজাত ও মত বিনিময় সভা করলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সিরাজুল ইসলাম।

শুক্রবার(২৭শে অক্টোবর-২৩)সকালে নাটোরের লালপুর উপজেলার মিল্কিপাড়া কবরস্থানে শহীদ মমতাজ উদ্দিনের কবরে পুস্পস্তবক অর্পন, জিয়ারত,দোয়া ও মোনাজাত শেষে তার স্নেহের ছোট ভাই,নাটোর-১ আসনের নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী,সাবেক সাংসদ,বীরমুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদের নিজস্ব বাস ভবনে সকল নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম নেতাদের উদ্দেশ্যে বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের এই ১ আসনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা যাকে মনোনীত করে নৌকা প্রতীক দিবে তার পক্ষে কোন ভেদাভেদ না করে, প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী এবং পুনরায় ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

এ সময় নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি এবং নাটোর-১ আসনের নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ),আতিকুল হক আতিক(মনোনয়ন প্রত্যাশী নাটোর-১),ইসাহাক আলী(মনোনয়ন প্রত্যাশী নাটোর-১),আলহাজ্ব আনিছুর রহমান(মনোনয়ন প্রত্যাশী নাটোর-১),শামীম আহমেদ সাগর(মনোনয়ন প্রত্যাশী নাটোর-১),লালপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আফতাব হোসেন ঝুলফু,বাগাতিপাড়া পাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু,সাধারন সম্পাদক মজিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সহ বিভিন্ন সূধীজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,২০০৩ সালের ৬ জুন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মৃত্যুবরণ করেন।ওই দিন রাত ১০টার সময় নাটোরের গোপালপুর-আব্দুলপুর সড়কের দাঁইড়পাড়া নামক স্থানে জামাত-বিএনপির দোসর ফজলুর রহমান পটলের সশস্ত্র সন্ত্রাস বাহিনীর সদস্যরা তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

অপরদিকে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহেদ মোল্লার পারিবারিক কবর স্থানে তার কবর জিয়ারত,দোয়া ও মোনাজাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …