শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান শফিক

সিংড়ায় পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান শফিক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া  দুর্গোৎসব। নাটোরের সিংড়া উপজেলার ৯৫টি পূজামন্ডপে স্বতঃস্ফুর্ত আনন্দ-উৎসবের মধ্যদিয়ে দুর্গোৎসব পালন করা হচ্ছে।

শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডপ পরিদর্শন করেন নাটোর জেলা আ’লীগের সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের বারে বারে নির্বাচিত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক। 

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সিংড়া পৌর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।এছাড়া গত শনিবার ও রবিবার উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান।

পূজামন্ডপ পরিদর্শনকালে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ছাড়াও ধর্মীয় সম্প্রীতি-সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের সান্নিধ্যে কুশল এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

উপজেলা চেয়ারম্যান শফিক বলেন, সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হচ্ছে সিংড়া উপজেলা। সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …