সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পানিতে ডুবে এক শিশুর মৃত্য

নাটোরে পানিতে ডুবে এক শিশুর মৃত্য

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে মিরাজ হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মুত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত  মিরাজ একই এলাকার গার্মেন্টস কর্মী মাসুল আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান,  বাড়ির পাশে খেলা করছিল শিশু মিরাজ। এরই এক পর্যায়ে সবার অগোচরে সে পুকুরের পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়না।

পরে বাড়ি সংলগ্ন পুকুরে মিরাজের মরদেহ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। স্বজনদের আবেদনে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …