নিজস্ব প্রতিবেদক ,লালপুর:
শনিবার রাতে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা ও পুলিশ সুপার তারিকুল ইসলাম। উপজেলার বুধপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দির,গোপালপুর পৌরসভার ঠাকুরবাড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দির সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং উপ-পরিচালক,স্থানীয় সরকার) মাছুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.টি.এম. মাইনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব,লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,সহকারী কমিশনার(ভূমি) আরাফাত আমান আজিজ, ওসি উজ্জ্বল হোসেন, বুধপাড়া মন্দির কমিটির সভাপতি অধ্যাপক শতদল পাল,সহ-সভাপতি গনেশ চন্দ্র দাস,পূজা উদযাপন কমিটির সভাপতি দীপেন্দ্র নাথ, স্বপন কুমার পাল প্রমুখ।