শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মন্দির কমিটির হাতে চেক তুলে দিলেন মেয়র

নাটোরে মন্দির কমিটির হাতে চেক তুলে দিলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক:শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে জেলার ৫১ টি মন্দির ও মন্ডপ কমিটির প্রতিনিধির হাতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদানের চেক তুলে দেয়া হয় । আজ ২০ অক্টোবর শুক্রবার বেলা এগারোটার দিকে স্থানীয় শ্রীশ্রী মণ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই চেক বিতরন করা হয়। এই চেক বিতরণ অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার,পরিষদের অন্যতম নেতা অশোক চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এসময় মেয়র বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ সকল ধর্মের লোকজন সুষ্ঠুভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারছেন। তিনি সকলকে অনুরোধ করেন প্রধানমন্ত্রীর জন্যে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করতে। যাতে আবারো সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি আবারো প্রধানমন্ত্রী হতে পারেন্ ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *