নিজস্ব প্রতিবেদক, হিলি
দিনাজপুরের হিলিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এধরনের কার্যক্রম চলবে।
হিলি স্থলবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা কিভাবে নিরুপন করা হবে তা সম্পর্কে ধারনা দেওয়া হয়। সেই সাথে যেকোন ধরনের দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষার্থে নানা কৌশল সম্পর্কে ধারনা দেন হিলি স্থলবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা।
পরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, হিলি স্থলবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জহুরুল ইসলামসহ অনেকে।