শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / প্রধানমন্ত্রী সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন: পলক

প্রধানমন্ত্রী সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন: পলক


নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। প্রতিটি গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে দিয়েছেন। শনিবার সকালে সিংড়া উপজেলার কলম ইউনিয়নে তুরস্ক সরকারের ব্যয়ে নির্মিত বালিয়াবাড়ী কমিউনিটি ক্লিনিকের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। সিংড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন করে দিয়েছেন তা বিগত সময়ে হয়নি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তুর্কি সহযোগী ও সমন্বয় সংস্থা’র (টিকা) ঢাকা প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেভকি মার্ট বারিস, ডেপুটি কো-অর্ডিনেটর মুহাম্মদ আলী আর্মাগান, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিুকর রহমান পাটোয়ারি, চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা প্রমূখ।

আরও দেখুন

আমরা বিদেশে বন্ধু চাই প্রভু চাইনা-নাটোরে জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,আমরা বিদেশে বন্ধু চাই প্রভু চাইনা-এই বন্ধুত্ব হতে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে …