রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক ,নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মহন্তনাথ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহন্তনাথ নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর গ্রামের মৃত খগেন্দ্রনাথের ছেলে। 

স্থানীয়রা জানান, ছাত্রলীগের কর্মী সভা শেষে সন্ধ্যায় একদল নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বাসস্ট্যান্ড হয়ে যাচ্ছিলো। সেসময় মহন্তনাথ রাস্তা পার হতে লাগলে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে তার। এতে সে গুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিস্তারিত পরে জানানো হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …