শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ, বিক্রেতার জরিমানা

বড়াইগ্রামে ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ, বিক্রেতার জরিমানা

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় সারে পাঁচ লাখ টাকার ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার রাজাপুর বাজারে ফয়সাল কৃষি বিতান দোকানে অভিযান চালিয়ে সহকারী কমিশনার ভুমি বোরহান উদ্দিন মিঠু এই আদালত পরিচালনা করেন। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সম্পসারন কর্মকর্তা ইমাম মাহাদী, বেসরকারী কম্পানির সিনজেন্টার বিক্রয় প্রতিনিধি ইমরান হোসেন ও বড়াইগ্রাম থানার পুলিশ।


উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চলমান ভেজাল সার-কীটনাশকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজাপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় ফয়সাল কৃষি বিতানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্র্ণ ও ভেজাল বালাইনাশক জব্দ করা হয়, যার আনুমানিক ওজন আড়াই টন। প্যাকেটের গায়ের মূল্য অনুযায়ী দাম প্রায় সারে পাঁচ লাখ টাকা।


তিনি আরও জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ (২) ধারায় রেজিষ্ট্রেশনবিহীন সার ও বালাইনাশক মজুত রাখার দায়ে উপজেলার রাজাপুর বাজারের ফয়সাল কৃষি বিতানের মালিক পুর্নকলস গ্রামের মৃত রাজ্জাক মোল্লার ছেলে সেলিম মোল্লাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী আটককৃত পণ্য ধ্বংস করা হয়।


সিনজেন্টার বিক্রয় প্রতিনিধি ইমরান হোসেন বলেন, সিনজেন্টা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নিবন্ধনকৃত বিক্রয় প্রতিনিধি ছাড়া বালাইনাশক বিক্রয় নিশেধ রয়েছে। কিন্তু সেলিম মোল্লা ভেজাল বালাইনাশক বিক্রয় করছে।
সহাকারী কমিশনার বোরহান উদ্দিন মিঠু বলেন, ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে। কৃষকের সঙ্গে কোনো ধরনের প্রতারণার সুযোগ নাই।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …