রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান বাবু’র স্মরণসভা

বড়াইগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান বাবু’র স্মরণসভা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
সন্ত্রাসী হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবু’র ১৩ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কোরআন খানি, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে সরদারপাড়ায় বাবুর কবরের পাশে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় পৌর বিএনপির সভাপতি এম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন। পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, আব্দুস সালাম মোল্লা ও অধ্যক্ষ আশরাফ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মুন্নাফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বকুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বক্তব্য রাখেন।

পরে সানাউল্লাহ নুর বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় সানাউল্লাহ নূর বাবু খুন হন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …