নিজস্ব প্রতিবেদক:
“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনে এসে শেষ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপ পরিচালক মাছুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, নাটোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হকসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, কেউ জন্মগ্রহণ ও মত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়েও এই নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই দিবসটি পালন করা হয়।