রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ইউপি কার্যালয়ে ভিতরে ওয়ার্ড সদস্যকে মারপিটের অভিযোগ

ইউপি কার্যালয়ে ভিতরে ওয়ার্ড সদস্যকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদে ভিতরে ইউপি সদস্য কামরুল ইসলামকে মারপিট করার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলা চান্দাই ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। কামরুল ইসলাম উপজেলার সাতইল উত্তরপারা গ্রামের আফসার আলী প্রামানিকের ছেলে ও চান্দাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য।

কামরুল ইসলাম বলেন, আমি ইউপি কার্যালয়ের ভিতরে বসে ছিলাম। ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভিনের অনুসারী ওয়াদুদ সরকার আমাকে এলোপাথারি ভাবে মারপিট করতে থাকে। আমার অপরাধ কি জানতে চাইলে আরো কয়েকজন মিলে মারপিট করে।


ওয়াদুদ সরকার বলেন, একই বাড়িতে সাতটি টিসিবি কার্ড দেওয়ার কারনে জনগন মেম্বারকে মারপিট করেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক নারদবার্তা কে বলেন, কেউ থানায় লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …