শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা

নাটোরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক:

“পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় কালেক্টর ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কালেক্টর ভবনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান,জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর আব্দুল মতিন, শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র সহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে বিশ্ব পর্যটন দিবস শুরু করে। যা প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়। দিবসটি আন্তর্জাতিক পর্যটন বিকাশে বিশ্ববাসীকে সচেতন করে এবং বিশ্ব পর্যটনের উন্নতিকল্পে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …