মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম।

আজকেই বিকাল ৪টার দিকে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে এই প্রার্থীতা ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দলীয় কার্যক্রমে তার অবদান ও ত্যাগের কথা  তুলে ধরে বক্তব্য রাখেন। পাশাপাশি দল করতে গিয়ে তাঁর পরিবারের নানা লাঞ্চিত হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি। এসময় গণ্যমাধ্যমকর্মী ছাড়াও দলীয় অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে- মঞ্জরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে …