শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় খেলার মাঠে ফুটবলের আঘাতে এক দর্শক নিহত

সিংড়ায় খেলার মাঠে ফুটবলের আঘাতে এক দর্শক নিহত

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:

নাটোরের সিংড়ায় ফুটবলের আঘাতে শুকুর আলী ওরফে শুকা (৫০) নামের এক দর্শকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী আলিম মাদরাসা মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে বুকে বল লেগে এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত শুকুর আলী পুন্ডরী গ্রামের লোবা প্রামাণিকের ছেলে। নিহত শুকুর আলী পেশায় একজন কৃষক। কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু জানান, নিহত কৃষক শুকুর আলী মাঠে কাজ শেষে বাড়ির পার্শ্বে পুন্ডরী আলিম মাদরাসা মাঠে ফুটবল খেলা দেখতে যান।

খেলা চলা কালীন গোলকিপারের পেছনে দাড়িয়ে থেকে খেলা উপভোগ করছিলেন। এসময় ফুটবল এসে তার বুকে লাগলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত কৃষক মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় এলাকার ছেলে-পেলেদের ফুটবল খেলা দেখছিলেন। হঠাৎ আচমকা তার বুকে বল এসে লাগলে সেখানেই তার মৃত্যু হয়। মৃতদেহটি এখন পর্যন্ত হাসপাতালেই রয়েছে। মৃত্যের স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …