বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বেবী ফুড এন্ড বেকারির জরিমানা

নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বেবী ফুড এন্ড বেকারির জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নন্দীগ্রাম উপজেলার আইলপুনিয়া গ্রামের বেবী ফুড এন্ড বেকারির ম্যানেজার আবু হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। 

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার নন্দীগ্রাম শহরের বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টের দইয়ের কারখানা পরিদর্শন করে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে প্রথমবারের মতো ওই প্রতিষ্ঠানের মালিককে মৌখিকভাবে সতর্ক করে দেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার তৈরির দায়ে আইলপুনিয়া গ্রামের বেবী ফুড এন্ড বেকারির ম্যানেজারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর নন্দীগ্রাম শহরের বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের দইয়ের কারখানা পরিদর্শনের সময় অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ওই প্রতিষ্ঠানের মালিককে প্রথমবারের মতো মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। 

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …