বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য নিয়ে  বর্ণাঢ্য শোভাযাত্র  ও আলোচনা সভার  মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে কালেক্টরেট ভবন চত্বর থেকে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সামিউল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্ত্তা মোহাম্মদ গোলাম নবী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক ইমদাদুল হক সহ কর্মকর্ত্তাবৃন্দ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …