বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

নন্দীগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম হিন্দুপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর নন্দীগ্রাম হিন্দুপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উপজেলা শাখার সভাপতি বাবুল চন্দ্র ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক প্রার্থ প্রতিম চক্রবর্তী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা

অংশগ্রহণ করেন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …