শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / দাঁড়িয়ে থাকা লেগুনার পিছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস কর্মির

দাঁড়িয়ে থাকা লেগুনার পিছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস কর্মির

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে দাঁড়িয়ে থাকা লেগুনার পিছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিমা খাতুন (২৫) নামের এক নারী ইপিজেড কর্মির। এই ঘটনায় আহত হয়েছে আরো চার জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে একটি বেসকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী ও ঈশ্বরদী ইপিজেডের কর্মী।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলম বলেন, পাবনার ঈশ্বরদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা পাবনা-নাটোর সহসড়কের কদিমচিলান দাঁড়িয়ে ইপিজেডের কর্মীদের তুলছিল। এসময় পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনার পিছনে ধাাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ইপিজেডের কর্মী নিহত হয়। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ আছে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। এব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।

আরও দেখুন

বাংলাদেশের নৃত্য দল ভারতে সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ

নিউজ ডেস্ক,,,,,,,,, সাংস্কৃতিক কূটনীতির একটি প্রাণবন্ত প্রদর্শনে, ঢাকা-ভিত্তিক বিখ্যাত নৃত্য বিদ্যালয় ‘কল্পতরু’ র নয় সদস্যের …