শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে বিষ খাইয়ে দুই যমজ শিশুকে হত্যা চেষ্টা,হাসপাতালে চিকিৎসাধীন

নাটোরের গুরুদাসপুরে বিষ খাইয়ে দুই যমজ শিশুকে হত্যা চেষ্টা,হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর:

নাটোরের গুরুদাসপুরের মশিন্দার বিলকাঠোর গ্রামে পারিবারিক কলহে ১৭ মাসের যমজ দুই শিশুকে হত্যার চেষ্টা চালিয়েছেন নিজ দাদা। আজকেই সকালে ওই গ্রামে এঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে শিশুরা। চিকিৎসাধীন যমজ দুই শিশু হলেন নাঈম ও নাফিস। শিশুদের মা নাজমা বেগম বিলকাঠোর গ্রামে সাকিব হোসেনের স্ত্রী।

শিশুর বাবা জানান, মা মারা যাওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের কিছুদিন যাওয়ার পর অশান্তির সৃষ্টি হতে থাকে। বিভিন্ন সময়ে আমার বাবা ও সৎ মা আমার স্ত্রীসহ দুই সন্তানকে  নিয়ে বাড়ী থেকে চলে যেতে বলে। নইলে তোর দুই সন্তানকে আমি বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দেয়। সকালে সন্তান দুইটি বাড়ির উঠানে খেলতে থাকলে হত্যার উদ্দেশ্যে বাবা বিষ মাখানো বালতি রেখে উধাও হয়ে যায়। খেলতে খেলতে শিশুরা ওই বালতির মাখানো বিষ মুখে দেয়। কিছুক্ষণের মধ্যেই শিশুরা ছটফট করতে থাকে। পরে আমি ছুটে এসে বিষ মাখানো বালতি দেখে বিষ খাওয়ার আশংকায় শিশুইটিকে সরিষা তেল ও তেতুল খাইয়ে হাসপাতালে নিয়ে আসি। তবে হাসপাতালে চিকিৎসাধীন শিশু দুইটি সুস্থ্য রয়েছে।

এদিকে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম জানান, শিশু দুইটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে দুই শিশুই সুস্থ্য রয়েছে।  প্রাথমিক ধারনা করা হচ্ছে শিশু দুইটি বিষ খাই নাই। তবুও শিশু দুইটিকে ২৪ঘন্টার অবজারর্ভে রাখা হয়েছে।

ওসি মোনারুজ্জামান জানান,এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …