বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে মিড-ডে মিল শুরু

লালপুরে মিড-ডে মিল শুরু

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
সরকারের টেকশই উন্নায়নের ধারাবাহিকতার অংশ হিসাবে মিড- ডে মিল নাটোরের লালপুর কলসনগর উচ্চ বিদ্যালয়ে প্রথম শুরু হয়েছে। রবিবার দুপুরে কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি আতাউর রহমান জার্জিস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান নান্টু প্রমুখ । এছাড়া পরিচালনা কমিটির সদস্যগণ , অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …