বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ির ৭ টি ঘর পুড়ে ছাই

নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ির ৭ টি ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

নাটোর সদরের শংকর ভাগ  এলাকায় ১১ টি বাড়ির ৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার ২১শে আগস্ট নাটোর সদরের শংকর ভাগ পূর্ব পাড়ায় দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বেওয়া নামের এক বৃদ্ধা মহিলার ঘর থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট এর মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘর গুলো শোলার বেড়া হওয়ায়  আগুন দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে ।  ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র কৃষি পণ্য রসুন গম পাট  নগদ অর্থ স্বর্ণের অলংকার সহ সব পুড়ে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় মুহূর্তেই বিভিন্ন বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট  ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এ সময় সালাম, দুলাল, আনার,নবীর, নাজেরা রশিদ মাজেদা,  জালাল, বেগম, ও খালেকের বাড়ি পুড়ে যায়। বাগাতিপাড়ার দয়রামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার (স্টেশন মাস্টার ) মোঃ মনজুরুল আলম জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি ১১টি পরিবারের ৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এ সময় প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সাত্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়ার পক্ষ থেকে তাদের  প্রতিটি পরিবার কে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা বরাদ্দ দেওয়া হয়। এবং উপজেলা  প্রশাসনের পক্ষ হতে  চাল, ডাল, তেল,ময়দা, খাবার সামগ্রী সহ কম্বল বিতরণ করা  হয়েছে ।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …