নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর: ‘বিএনপি ক্ষমতায় এসে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো, লুটপাট চালিয়েছিলো, জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য, রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আহম্মদ আলী মোল্লা।’
তিনি বলেছেন, ‘বিএনপি জামায়াত ক্ষমতায় এসেই অগ্নি সন্ত্রাস, লুটপাট, হত্যা ও জঙ্গিবাদ কায়েমের মাধ্যমে দেশে যে অরাজকতাময় পরিবেশ তৈরি করেছিলো, তার পুনরাবৃত্তি এ দেশে আর হবে না। জনগণ ঘৃণাভরে লুটেরাদের প্রত্যাখ্যান করেছে এবং আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনেও করবে। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড বিএনপিকে করতে দেওয়া হবেনা। শান্তিপুর্ন গুরুদাসপুর-বড়াইগ্রামে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ করার প্রয়াসও ব্যক্ত করেন তিনি।’
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন,‘ বিএনপির রাজনীতিতে হত্যা ও সন্ত্রাস ছাড়া আর কি অর্জন রয়েছে তা মানুষ জানে না। এমনকি তারা জননেত্রী শেখ হাসিনাকেও হত্যা করার চেষ্টা করতে পিছপা হয়নি। ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে হত্যা করা হয়, অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কা প্রতিকে ভোট দিতে হবে। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসন (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মাঠ জরিপে আমি এগিয়ে আছি। দলীয় মনোনয়ন আমি পাবো সেই বিশ^াস আছে। তাই দলমত নির্বিশেষে ঐক্যমত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। এছাড়াও জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নবাসীর আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিপন সরকারের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রামানিক, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা, বীরমুক্তিযোদ্ধা সোলাইমান আলী বিশ^াস, ছাত্রলীগ নেতা হাবিব মন্ডল, তারেক মোল্লাসহ আরো অনেকে। শোক সভায় প্রায় দশ হাজার মানুষ উপস্থিত হয়ে সভা শেষে খাবার খেয়ে জয় বাংলা ¯েøাগানে মাঠ ত্যাগ করে চলে যায়।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ‘সন্ত্রাসের রাজত্ব কায়েমকারীদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না’-আহম্মদ আলী মোল্লা
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …