নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় সাকার মাউথ ক্যাটফিস বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মালঞ্চি বাজারে অভিযান পরিচালনা করে বিক্রেতাকে মাছ ধ্বংসের নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। জানা গেছে, আড়তদারের থেকে সংগ্রহ করে খুচরা বিক্রির উদ্দেশ্যে মাছগুলো লুকিয়ে রাখে মাছ বিক্রেতা।
তথ্য পেয়ে মাছগুলো বাজেয়াপ্ত করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং তাকে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন ও মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার। তারা বলেন, এই মাছ জলজ পরিবেশের দেশীয় প্রজাতির মাছের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনি মানবদেহের জন্য ক্ষতিকর।
এ মাছ খাওয়ার ফলে মানুষ বিভিন্ন প্রকার দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হতে পারে। তাই জনস্বার্থে সকলকে এই মাছ চাষ, ক্রয়-বিক্রয়, মজুদ করণ হতে বিরত থাকার জন্য অনুরোধও করেন তারা।