নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:নাটোরের বড়াইগ্রামে আধুনিক প্রযৃক্তি সম্পসারনের মাধ্যমে কৃষি উন্নায়নের লক্ষ্যে ভর্তুকি মূল্যে যন্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কৃষি সম্পসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাসছুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তর নাটোর জেলার উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মাহদি হাসান প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, আধুনিক প্রযুক্তি সম্পসারনের মাধ্যমে রজশাহী বিভাগের কৃষি উন্নায়নের প্রকল্পের আওতায় ১৫ জন কৃষকের মাঝে ৩৮ হাজার টাকার যন্ত্র সরকারি ভর্তুকি দিয়ে কৃষকের ১১ হাজার ৪শত ১০ টাকা মাধ্যমে বিতরন করা হয়েছে। এই মেশিন দিয়ে একজন মানুষ এ ঘন্টায় এক বিঘা জমি নিরানী দিতে পারবে।
আরও দেখুন
বিএনপির নিবেদিত প্রাণ এখন মৃত্যু শয্যায়, খোঁজ নেয়নি কোন নেতা!
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম…………জীবনের সবটুকু সময় ব্যয় করেছেন বিএনপি’র রাজনীতির সঙ্গে। দলীয় সকল কার্যক্রমে রেখেছেন সক্রিয় …